পোর্টল‌্যান্ড গ্রুপের যুক্ত হলো এলএনজি ফিলিং স্টেশন

মাটি ভরাট কাজ উদ্ধোধন করেন পোর্টল‌্যান্ড
গ্রপের ব‌্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ নিউজ এজেন্সির সম্পাদক মোঃ মিজানুর রহমান মজুমদার।

 

আমার বাাংলা টিভি ডেস্ক/ রিপন মারমাঃ পোর্টল‌্যান্ড গ্রপের আরো একটি প্রতিষ্ঠান যুক্ত হলো। মঙ্গলবার (৮ সেপ্টেমবর )বিকালে সীতাকুন্ড উপজেলার কুমিরা (মগপুকুর) এলাকা ভিক্তি প্রস্তর স্থাপন করা হলো পোর্টল‌্যান্ড এলএনজি ফিলিং স্টেশন ।

মাটি ভরাট কাজ উদ্ধোধন করেন পোর্টল‌্যান্ড
গ্রপের ব‌্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ নিউজ এজেন্সির সম্পাদক মোঃ মিজানুর রহমান মজুমদার।

এ সময় মিজানুর রহমান উপস্থিত গনমাধ‌্যামকে বলেন, পোর্টল‌্যান্ড গ্রপের নতুন এই প্রতিষ্ঠানটি
জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে । একই সঙ্গে স্থানীয় অনেক লোকের কর্মসংস্থান হবে কমবে বেকারত্বের হার। পোর্টল‌্যান্ড গ্রপের এই প্রকল্প জাতীয় উন্নয়নের ব‌্যাপক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ,পোর্টল‌্যান্ড গ্রপের
পরিচালক (অর্থ)মোঃজাকির হোসেন ,পনিচালক (প্রশাসন) মোঃরবিউল হোসেন, ওপরিচালক হাদিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন গ্রপের
উপ-পরিচালক মোজাম্মেল বিম শাফি (ওপেল)আবু মোহাম্মদ ফয়সাল, আহম্মেদ মাহি রাসেল, মাইন উদ্দিন আলম। স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যাক্তিদের মধ‌্যে উপস্থিত ছিলেন কুমিরা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর, সেক্রেটারি
মোঃ ইব্রাহিন ,ইউপি সদস‌্য সালাহ উদ্দিন মিজাম ও রাশেদ আহম্মেদ।

বিশেষ দিন উপলক্ষ‌্যে দিন ব‌্যাপী কোরআন মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।