বঙ্গবন্ধু সারাজীবন ত্যাগের রাজনীতি বিশ্বাস করতেন সাবেক মেয়র নাছির

(টিসিজেএ) চট্টগ্রামের উদ্যোগে দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন চ সি ক সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দীন।

 

আমার বাংলা টিভি ডেস্কঃ শনিবার জাতীয় শোক দিবস ২০২০ এবং জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের উদ্যোগে দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দীন।

এই সময় তিনি বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়নে আত্মনিয়োগ করি তাহলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। বাঙ্গালী জাতির মুক্তির জন্য তিনি জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপস করেন নি। তিনি সবাইকে জাতির পিতার আদর্শ ও মূল্যবোধকে নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সারাজীবন ত্যাগের রাজনীতি বিশ্বাস করতেন।

টিসিজেএ’র এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদন দীপঙ্কর দাশের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব, সহ-সভাপতি মোঃ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রথম নির্বাহী সদস্য সাইমন আল মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়রের ব্যক্তিগত পিএস মোঃ ইউসুফ রাইহান, মুক্তিযোদ্ধা মো: বেলাল । টিসিজেএ যুগ্ম সাধারণ সম্পাদক এমরাউল কায়েস মিটু, , সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, নির্বাহী সদস্য মোঃ নুর হাসিব ইফরাজ, অমিত দাশ। শামসুল আলম বাবু,রবিউল হোসেন টিপু, আবু জাহেদ,
হাসান উল্ল্যাহ, বাসু দেব, আহাদুল ইসলাম বাবু, শীতল মল্লিক, মো: মনসুর, রনি গোমেজ,সেলিম উল্ল্যাহ, আসাদুজ্জামান লিমন, পারভেজুর রহমান, রোকন জাবেদ, ইমরান হোসেন ইমু, মোঃ হারুন, আরশাদ আলী, কাজী জুয়েল, আব্দুল রহিম প্রমুখ।  amarbangla.tv