জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বছর ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে চন্দনাইশ ক্লাব।
আমার বাংলা টিভি ডেস্কঃ জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বছর ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে চন্দনাইশ ক্লাব।
এরই অংশ হিসেবে বুধবার বিকেলে চন্দনাইশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি করেন চন্দনাইশের স্বনামধন্য ক্লাবটি।
এসময় চন্দনাইশ ক্লাবের অন্যতম উদ্যেক্তা মো রাকিবুল হুদা বলেন, মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ফলজ, ঔষুধি ও বনজ গাছ রোপন করার কর্মসূচি নিয়েছে চন্দনাইশ ক্লাব। এরই অংশ হিসেবে চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করা হচ্ছে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীবন বাচাঁতে সাহায্য করে।
তিনি আরো বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাবে মানুষ যখন অসহায় হয়ে পড়েছিল, তখন চন্দনাইশ ক্লাব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এখনও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত চন্দনাইশ ক্লাব মানুষের পাশে থাকবে।
এ সময় চন্দনাইশ ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। amarbangla.tv