সৌদির সঙ্গে মিল রেখে দেশের শতাধিক গ্রামে ঈদ উদ্যাপিত

সৌদির সঙ্গে মিল রেখে দেশের শতাধিক গ্রামে ঈদ উদ্যাপিত

 

আমার বাংলা টিভি ডেস্ক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, পটুয়াখালী, চট্টগ্রাম, সুনামগঞ্জ ও শেরপুরের শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন।

শুক্রবার সকাল পৌনে ৮টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে।

ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কাউছার হামিদ নেছারী। এতে দুই শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। ভিন্ন ভিন্ন সময়ে হাজীগঞ্জসহ ৫ উপজেলায় বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ার পাশাপাশি চন্দনাইশ, পটিয়া, বাঁশখালী, লোহাগাড়া, বোয়ালখালীর অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহার পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সৌদি আরবের সঙ্গে মিল রেখে গত ৮ বছর ধরে ঈদুল আজহার নামাজ আদায় করছেন।

শেরপুর জেলার তিন উপজেলার শেরপুর সদরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর মধ্যপাড়া ও পশ্চিমপাড়া, নকলার চরকৈয়া ও নারায়ণখোলা এবং নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।