লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষ।

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম লোহাগাড়ায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বার আউলিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম মো. শওকত (২৪)। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইয়াছির আরাফাত আমার বাংলা টিভিকে বলেন, চট্টগ্রামগামী সৌদিয়া বাসের সঙ্গে কক্সবাজারগামী ট্রাকের পাশাপাশি ধাক্কা লাগে। এতে সৌদিয়া বাসটি উল্টে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। amarbangla.tv