কাপ্তাইয়ের রাইখালীর বড়খোলা পাড়া কীটনাশক স্প্রে ছিটানো হয়েছে আজ।
কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ে রাইখালীর ইউনিয়নের বড়খোলা পাড়া বাজারে করোনা ভাইরাসের সংক্রান্ত রোধেরকীটনাশক স্প্রে ছিটানো হয়ছে ।এলাকার সচেতন নাগরিগদের উদ্যোগে করোনা ভাইরাসের জীবাণু নির্মুল লক্ষ্যে কীটনাশক স্প্রে করা হচ্ছে। কীঠনাশক স্প্রে করা সময় সরে জমিনের উপস্থিত ছিলেন ,রাইখালী ইউনিয়নের আঃলীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার ,রাইখালী পরিষদের ভারপ্রাপ্তর চ্যেয়ারম্যান মো: এনামুল হক ,রাইথালীইউনিয়ন ছাত্রলীগ নেতা মো: সারোয়ার হোসেন বাপ্পী,সেভ দ্যা ন্যাচার বাংলাদেশ কাপ্তাই উপজেলার সভাপতি আরিফ,ছাত্রলীগ নেতা মো:সওকত তালুকদার ,টিফু সুলতান ,মো:রাব্বী ,সচেতননাগরিক রাইখালী ইউনিয়নের হাবিবুর রহমান ,মো: মাসুদ রানা,মো: জাহেদ,মো: মিজানুর রহমান,মো: সাইফুল রহমান ,মো:এমরান প্রমূখ।সে সময় ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন বাপ্পী বড়খোলা বাজার এলাকায় কীটনাশক স্প্রে করে এবং কিছু লিফলেট বিতরণ করে এবং আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।