আমার বাংলা টিভি ডেস্কঃ আজ শুক্রবার বাদ জুমা সদ্য প্রয়াত চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহবায়ক মরহুম নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনায় তাঁর কবর জেয়ারত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য বেলাল আহমেদ, চান্দগাঁও থানা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ঈসা, মরহুমের পুএ নুর মোহাম্মদ খোকন, আলী আকবর,সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন । amarbangla.tv
কবর জেয়ারত শেষে মেয়র মরহুম নুরুল ইসলাম এর বর্ণাঢ্য রাজনীনৈতিক কর্মকান্ডের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন মুজিব আদর্শের একজন পরীক্ষিত রাজনীতিক। তাঁর জীবনাচরণ আমাদের জন্য অনুসরনীয় হয়ে থাকবে amarbangla.tv । শেয়ার করুন ।
Post Views: 78