বেসরকারী কারা পরিদর্শক আজিজের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ ও অক্সিজেন বিতরণ

ভালোবাসার উপহার সরুপ বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, ওষুধ ও অক্সিজেন সেবা বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বেসরকারী কারা পরির্শক আজিজুর রহমান আজিজসহ অন্যরা।  

আমার বাংলা টিভি ডেস্কঃ  দেশের কান্তিলগ্নে চট্টগ্রামের মানুষের জন্য আলহাজ্ব মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে, তাঁরই সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী নির্দেশনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারী কারা পরিদর্শক সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় ভালোবাসার উপহার সরুপ বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, ওষুধ ও অক্সিজেন সেবা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ফুল দিয়ে রোগীদের কে বরণ করে নেওয়া হয়েছে ।

অদ্য ১ জুলাই সকাল ১১ টায় ছোটপুল পুলিশ লাইনের বিপরীত পাশে উক্ত উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. হোসেন, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধার সম্পাদক আব্দুল আল ইব্রাহীম, যুগ্ন সাধারণ সম্পাদক জাফরুল হায়দার সবুজ, নজরুল ইসলাম, ডবলমুরিং থানা যুবলীগের সভাপতি মাহবুবল আলম। amarbangla.tv

 নমুনা সংগ্রহকরন বুথ পরিদর্শন করেন বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ।    

আরো বক্তব্য রাখেন, ২৭ নং সি ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, শহীদুল হক বাবুল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রনি মির্জা, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রুবেল ফারুক, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক নাজমুল আলম, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি ফয়সাল সাব্বির, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক তালাচাঁদ ভট্টাচার্য্য সীমান্ত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ফয়সাল অভি, মহানগর ছাত্রলীগ নেতা এহেতামমুল আলম জিসান, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ, জি এস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড প্রমূখ।

আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, বৈশ্বিক এই মহামারির প্রকোপ বাড়ার পর এলাকার সবার মধ্যে স্বাস্থ্য নিয়ে ভীতি দেখা গেছে। অনেকেই খুব সাধারণ রোগেও দুশ্চিন্তায় পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে সাধারন জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগীদের চিকিৎসা প্রাপ্তি অনেক জায়গায় প্রায় অসম্ভব। তাই আজিজুর রহমান আজিজের এমন প্রচেষ্টা। তিনি এমন মানবসেবামূলক কার্যক্রম চালু করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এ স্বাস্থ্য সেবা চালুর কথা জানিয়ে অনুষ্ঠানে আজিজুর রহমান আজিজ বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের মহামারীতে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। সরকারী হাসপাতাল ছাড়া বেসরকারী হাসপাতালে নূন্যতম চিকিৎসা সেবাও মিলছেনা। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে। ভয়াবহ নিষ্ঠুরতার শিকার হচ্ছেন রোগীরা। amarbangla.tv

গণ মানুষের নেতা মরহুম এ বি এম মহিদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে, তাঁরই সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় আমার এ ক্ষুদ্র চেষ্টা। আমার এ ভালোবাসার উপহার স্বরুপ এই স্বাস্থ্য ক্যাম্পে যে কোন রোগীকে বিনামূল্যে পরম মমতায় চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ কার্যক্রম চালু করতে পেরে আমি আনন্দিত।এ স্বাস্থ্য ক্যাম্পে সুবিধা বঞ্চিত গরিব, অসহায় রোগীসহ যে কোন ধরণের রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ করা হবে।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহসিন আব্দুল করিমের তত্বাবধানে প্রায় দুইশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া যে কোন রোগীর প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা ও বিতরণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।  শেয়ার করুন।