যশোরে লকডাউন কঠোর করার সিদ্ধান্ত

 

যশোরে লকডাউন কঠোর করার সিদ্ধান্ত।

আমার বাংলা টিভি ডেস্কঃ যশোরে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি। তবে ওয়ার্ড এবং ইউনিয়ন ধরে যেভাবে রেড জোন ঘোষণা করা হচ্ছে, সেই পুরো এলাকা লকডাউন না করে সীমিত আকারে করা হবে। অর্থাৎ যে বাড়িতে করোনাভাইরাস আক্রান্ত রোগী আছেন, সেই বাড়ি ও সংলগ্ন কিছু এলাকায় কড়াকড়িভাবে লকডাউন কার্যকর করা হবে।

মঙ্গলবার দুপুরে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় আরও ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, করোনা সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

সভা শেষে জেলা প্রশাসক বলেন, যশোরে উদ্বেগজনক হারে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় লকডাউন কঠোরভাবে কার্যকর করতে হবে। amarbangla.tv

তিনি বলেন, লকডাউন কার্যকর করার এ কাজে জনপ্রতিনিধিদের আরও বেশি করে সম্পৃক্ত করা হবে। লকডাউন ঘোষণার সাথে সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের তা অবহিত করা হবে। জনপ্রতিনিধিরা স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োগ করে লকডাউন কার্যকর এবং সংশ্লিষ্ট এলাকার দরিদ্র জনগোষ্ঠীর চাহিদা মেটাতে ভুমিকা রাখবেন। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় সতর্কতামূলক মাইকিংও করা হবে। শেয়ার করুন।