তারেক রহমান’র নির্দেশে চট্টগ্রাম পটিয়ায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির নেতা গাজী সিরাজ উল্লাহ্ সহ নেতৃবৃন্দ।
আমার বাংলা টিভি ডেস্কঃ পটিয়া আমার মাতৃভূমি। পটিয়াবাসীর যেকোনো দুর্দিনে তাদের পাশে থেকে সহায়তা কার্যক্রম চালিয়ে যাবেন বলে উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ্।
গাজী সিরাজ উল্লাহ্ বলেন, করোনা ভাইরাসের কারণে দেশে ভয়ংকর অচলাবস্থা বিরাজ করছে। যার প্রভাবে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হচ্ছে সাধারণ মানুষ। আজকে দুই মাসের অধিক সময় ধরে মানুষ অত্যধিক কষ্টের সম্মুখীন হচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশ যেখানে লকডাউন অবস্থায় তার নাগরিকদের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করে যাচ্ছে অবিরত, সেখানে আমাদের দেশের সরকার ও আওয়ামিলীগ নামক দলটি মানুষের ত্রাণের চাল চুরি করে বাণিজ্য করছে। সরকারের চরম অব্যবস্থাপনা ও দূর্নীতির কারণে আজ বাংলাদেশের মানুষ খাদ্যের সন্ধানে রাস্তায় নামার উপক্রম তৈরি হয়েছে। সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজ বাংলাদেশ এত নাজুক পর্যায়ে এসে পৌছেছে।
তিনি আরো বলেন, করোনাযুদ্ধের সম্মুখ সারীর যোদ্ধা হচ্ছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা, অথচ সেই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য সরকারি বরাদ্দকৃত পিপিই ও মাস্ক নিয়েও দূর্নীতিতে নিমজ্জিত এই লুটেরাবাহিনী। সাধারণ মানুষের জন্য সরকারি বরাদ্দকৃত চাল ও খাদ্য সামগ্রী চুরি ও সরকারি বরাদ্দের ২৫০০ টাকা দূর্নীতির মাধ্যমে কয়েকজন ব্যক্তির পকেটে ভরার মতন অনেক ঘৃণ্য অপকর্ম আমরা দেখছি, যা একটি সভ্য সমাজে কখনোই কাম্য নয়। এই সরকার থেকে মানুষ আর কিছু আশা করে না, মানুষ আজ হতাশ।
আজ দুপুর ৩ ঘটিকায় পটিয়া পৌরসভা এলাকায় পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক হামিদুর রহমান পেয়ারু, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাব উদ্দীন খোকন, পটিয়া থানা বিএনপির নুরুল আবচার চৌধুরী, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদু রহিম উল্লাহ, পটিয়া পৌরসভা যুবদলের সহ সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সাবেক যুবদল নেতা আবদুল বাকি, মুহাম্মদ সুমন, মোঃ সোলাইমান, শহিদুল হক, মোহাম্মদ গিয়াস প্রমুখ।
গাজী সিরাজ আরো বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান’র নির্দেশে সারা বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ পটিয়াতে উপহার সামগ্রী বিতরণ করা হয়। পটিয়াবাসীর যেকোনো দূর্যোগের মূহুর্তে আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।শেয়ার করুন।