সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রদল নেতা রুবেল

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রদল নেতা রুবেল।

 

আমার বাংলা টিভি ডেস্কঃ চলমান করোনা পরিস্থিতির শুরু থেকেই চট্টগ্রামে যে কয়েকজন সাহসী ব্যক্তি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আলিফ উদ্দিন রুবেল।

করোনার শুরু থেকেই মানুষকে বিভিন্ন ভাবে সচেতন করার পাশাপাশি নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রদল নেতা রুবেল। সেই শুরু থেকেই তিনি কখনো মাস্ক ও স্যানিটাইজার নিয়ে ছুটে গেছেন মানুষের কাছে, আবার কখনো বা ছুটে গেছেন খাদ্য সামগ্রী নিয়ে। এভাবে করে প্রায় প্রতিদিনই তিনি কোন না কোনভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ইতোমধ্যেই তিনি নগরীর ৩৫ টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সহ প্রায় ৩৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, যা মানবিকতার এক নতুন উদাহরণ সৃষ্টি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা আলিফ উদ্দিন রুবেল আমার বাংলা ডট টিভিকে বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি, আজকে মানুষ যখন এক ভয়ংকর বিপদের মুখোমুখি তখন আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। চলমান করোনা পরিস্থিতি হয়ত আরও দীর্ঘতর হবে। তাই আমাদেরকে অবশ্যই আরও অনেক বেশী সচেতন হতে হবে। নাহয় সর্বগ্রাসী এ ভাইরাস আমাদের কাউকে রেহায় দিবে না। এ পরিস্থিতি যতদিন থাকবে আমার সহায়তা কার্যক্রমও ততদিন থাকবে।শেয়ার করুন।