ইয়াসিন চৌধুরী লিটনের ফাইল ছবি
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটনের মমতাময়ী আম্মা আমাতুন নূর বেগম ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আজ ১৮ মে সোমবার রাত সাড়ে নয়টার সময় নগরীর চন্দনপুরাস্থ বাসভবনে বার্ধক্য জনিত কারনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার সকাল ১১ টায় বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়াস্থ আবদুল মজিদ মাতব্বর বাড়ীর পূরান জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে আমাতুন নূর বেগমের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোঃ নাছির উদ্দীন, উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিঃ যুগ্ম আহবায়ক আলী আব্বাস,সদস্য সচিব মোস্তাক আহমেদ খান এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তিনি যেন মরহুমাকে জান্নতুল ফেরদৌস নসিব করেন।
বিষয়টি নিশ্চিত করছেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।