খুলশী ও লালখান বাজার যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দীপ্তি

আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি “করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার কাছে পবিত্র মাহে রমজানের ওসিলায় খাস রহমত কামনা করেন”।

তিনি আজ চট্টগ্রাম মহানগরীর গরীবুল্লাহশাহ মাজার এলাকায় খুলশী থানা ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে ৪০০ শতাধিক দুস্থ ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন,

এ সময় তিনি বলেন, মহান আল্লাহর প্রতিদান লাভে মহামারিমুক্ত বাংলাদেশ সহ বিশ্বমানবতায় কামনায় হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আল্লাহর সাহায্য কামনা করতে হবে। একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সচেতন, পরিস্কার পরিচ্ছন্ন এবং ঘরে অবস্থান করতে হবে।

পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি মহান আল্লাহর কাছে দোয়া করতে পারি। বিশেষ করে এই বছর যেহেতু গোটা বিশ্বকে বিপদাপদ ঘিরে রেখেছে, এই কারণে আমাদের দোয়ার মাত্রা আরও বাড়িয়ে দেওয়া উচিত। বিশেষ করে ইফতারের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া অন্য কোনো কাজে ব্যয় না করি। কারণ মহান আল্লাহ ইফতারের সময় বান্দার দোয়া কবুল করেন।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম মহানগর যুবদলের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণসহ সেবামূলক কর্মসূচির ধারাবাহিকতায় উক্ত ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু, হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, সহ সম্পাদক মাহবুবুর রহমান, সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম মোল্লা, খুলশী থানা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল আলম, মোঃ জাবেদ, মোঃ আলী আবু হানিফ, নাসির উদ্দিন পিন্টু, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলমগীর, থানা সদস্য শফিকুল ইসলাম, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সজিব, কামাল শিকদার, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক মোঃ বাদল, আজমীর হোসেন, মাহবুবুল আলম রাশেদ, জাহিদুল করিম, সদস্য আজাদ মানিক জাবেদ, আক্কাসসহ প্রমুখ নেতৃবৃন্দ।নিউজটি শেয়ার করুন।