বন্দর কর্মকর্তা কর্মচারীদের সুরক্ষা সামগ্রী দিল সাইফ পাওয়ারটেক

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এর হাতে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সরাঞ্জম তুলে দেন সাইফ পাওয়ারটেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।

আমার বাংলা ডট টিভি ডেস্কঃ করোনা পরিস্থিতি (COVID-19) মোকাবেলায় চট্টগ্রাম বন্দর কর্মকর্তা কর্মচারীদের পাশে দাড়িয়েছে দেশের সুনামধন্য শিল্প গ্রুরুপ সাইফ পাওয়ারটেক। আজ চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এর হাতে তুলে দেন, করোনার প্রভাবে ঝুকির মুখে থাকা বন্দর এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ( পিপিই, সার্জিকেল মাস্ক, গ্লাভস, থার্মমিটার, গগলস ) এসব সরাঞ্জাম দিয়ে পাশে দাড়িয়েছেন সাইফ পাওয়ারটেক।

বুধবার (১৩ মে ) দুপুরে সাইফ পাওয়ারটেক লিঃ এর পক্ষে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এ এম আবুল কালাম আজাদ মহোদয়ের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন প্রতিষ্টানের ব্যাবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন । সিনিয়র এইচ আর এডমিন ম্যানেজার রেজাউল করিম আমার বাংলা ডট টিভিকে বিষয়টি নিশ্চিত করছেন। amarbangl.tv

এসময় তরফদার রুহুল আমিন বলেন বর্তমান পরিস্থিতে বন্দর কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে । পেশাগত দায়িত্ব পালন ও দায়বদ্ধতার কারণে লকডাউন এর সময়েও ঘরে বসে থাকার সুযোগ নাই কর্মকর্তা কর্মচারীদের। ফলে করোনা সংক্রমনের ঝুঁকি কর্মকর্তা কর্মচারীদের তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত। তবুও সটিক কাজ উপস্থাপনের জন্য তাদের ছুটাছুটি করতে হয় সবসময়। তাই সাইফ পাওয়ারটেক লিঃ সুরক্ষা সামগ্রী দিয়ে চট্টগ্রাম বন্দর এর কর্মকর্তা কর্মচারীদের পাশে দাড়িয়েছি।

এসময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এ এম আবুল কালাম আজাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে পেশাগত দায়িত্বপালনে এইসব সুরক্ষা সামগ্রী আমাদের কজের জন্য সহায়ক হবে। অতীতের মতো এবারও সাইফ পাওয়ারটেক লিঃ দূর্যোগ কালীন সময়ে আমাদের পাশে দাড়িয়েছে। আশা করছি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবে। নিউজটি শেয়ার করুন।