নগরীর এক হাজার মানুষের জন্য ভোগ্যপণ্য হস্তান্তর করছেন বাগদাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান আজাদ খান।
আমার বাংলা টিভি ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকার প্রায় এক হাজার মানুষের কাছে ভোগ্যপণ্য বিতরণ শুরু করেছে বাগদাদ গ্রুপ। এই উপলক্ষে আজ ১২ মে মঙ্গলবার সকালে আগ্রাবাদস্থ বাগদাদ গ্রুপ কর্পোরেট কার্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেছেন বাগদাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো আজাদ খান।
অনুষ্ঠানে তিনি আগ্রাবাদ ও সংশ্লিষ্ট এলাকার মানুষের মাঝে ভোগ্যপণ্য তুলে দেন।
উদ্বোধনী বক্তব্যে আজাদ খান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগ সময়ে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও সুবিধা বঞ্চিত মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে।
তিনি আরো বলেন, মানুষের জীবন জীবিকা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে মানবিকতার তাগিদে সরকারের পাশাপাশি বিত্তবান শ্রেণীকেও মানুষের পাশে দাঁড়ানোর আজ সঠিক সময়। সেই লক্ষ্যকে সামনে রেখে বাগদাদ গ্রুপের ব্যবস্থাপনায় আইয়ুব-মনোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের মাঝে ভোগ্যপণ্য বিতরণ করা হচ্ছে।
এসময় বাগদাদ গ্রুপের উপ- ব্যবস্থাপনা পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ জামিলুর রহমান সহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।নিউজটি শেয়ার করুন।