সীমিত আকারে দোকানপাট খোলার পক্ষে মেয়র নাছিরও
চট্টগ্রাম: বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সীমিত আকারে দোকান পাট খোলা রাখার পক্ষে মত দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন!
তিনি বলেছেন, ‘অগ্রসর বাংলাদেশেরে জন্য এই করোনা ভাইরাস চরম আঘাত। অর্থনীতির চাকা গতিশীল রাখার জন্য মানুষকে সুরক্ষিত রেখে সীমিত আকারে শিল্প, কল-কারখানা চালু রাখা এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কেনাকাটার জন্য সীমিত পরিসরে দোকানপাট খোলা রাখার ব্যবস্থা করতে হবে। তবে সকল ক্ষেত্রে স্বাস্থ বিধি মেনে নিজেদের ও অন্যদের সুরক্ষা সচেতনতার দায়িত্ব নিতে হবে।’
আজ সোমবার (৪ মে) ২৩ নম্বর উত্তর পাঠানটুলী, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ও ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়র্ড আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভোগ্যপণ্য উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘রাত যতই গভীর হোক না কেন, সোনালী ভোর আসবেই। তেমনি করোনার এই করুণ পরিস্থিতি থেকে আমরাও একদিন পরিত্রাণ পাবোই। এই আশা নিয়ে আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। এখনই আমাদের সময় এসেছে; মানবতার হাত বাড়ানোর, সময় এসেছে সত্যিকারের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের সকলের উচিত; করোনার এই ক্রান্তিকালে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যে যার অবস্থান থেকে মানবিক আচরণে সচেষ্ট থাকা।’
সমাজের বিত্তবানদের এই সংকটময় মূহুর্তে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আ জ ম নাছির বলেন, ‘গুটিকয়েক রাজনৈতিক দল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় অপপ্রচার চালিয়ে জনগণনের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তাদের কাছে অনুরোধ থাকবে; আপনারা দেশের স্বার্থে অপরাজনীতি না করে দেশকে ভালোবেসে এই সংকট উত্তরণে একযোগে জনগণের পাশে দাঁড়াবেন।’
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আাওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ছৈয়দ মাহমুদুল হক, কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রমূখ উপস্থিত ছিলেন।