চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের করোনা ভাইরাস সংক্রমণে বিভিন্ন উপকরণ সামগ্রী কারা উপ মহাপরিদর্শককের হাতে তুলে দিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজসহ নেতৃবৃন্দ।
আমার বাংলা টিভি ডেস্কঃ কারাগারে কোভিড -১৯ এর প্রাদুর্ভাব বন্দী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর ওপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। একটি সংক্রমণের ঘটনা, কারাগারে অবস্থানরত মানুষের মধ্যে দ্রুতত ছড়িয়ে পড়তে পারে এবং বন্দী ও কারাগারের কর্মীসহ সবাইকে একইভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে। এসব বিবেচনায় বীর চট্টলার সিংহপুরুষ, গণ মানুষের নেতা মরহুম এ বি এম মহিদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে, তাঁরই সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায়, বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কারাগারের বন্দীদের জন্য মাক্স, পিপি, থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক স্প্রে বিতরণ করা হয়। এবং বন্দীদের জন্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ১ লক্ষ টাকা অনুদানের চেক কারা কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
ওই সময় উপস্থিত ছিলেন, কারা উপ মহাপরিদর্শক চট্টগ্রাম বিভাগের এ কে এম ফজলুল হক মোঃ কামাল হোসেন, সিনিয়র জেল সুপার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সরকারি সার্জেন ডাক্তার শামীম রেজা, ডাক্তার তুষার কান্তি নাথ ও জনাব ইয়াসিন আরাফাত কচি, বেসরকারি কারা পরিদর্শক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ডেপুটি জেলার,চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের চলমান করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের কারাগার সমূহ হতে প্রায় ২৮৮৪ জন বন্দিকে পর্যাক্রমে মুক্তি প্রদানের প্রক্রিয়া শুরু করেছেন। উক্ত আদেশ অনুযায়ী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে মুক্তির আদেশ প্রাপ্ত বন্দীদের মধ্যে যে সকল গরীব অসহায় বন্দী জামিনের টাকা পরিশোধ করতে না পেরে অনাদায়ী সাজা ভোগ করছেন, তাদের কারাগার হতে মুক্তির জন্য জামিনের অর্থ পরিশোধ করতে পরছে না, সিনিয়র জেলা সুপার বিষয়টি আমাকে উপস্থাপন করলে আমি নগদ এক লক্ষ টাকা সিনিয়র জেল সুপার কে প্রদান করি। যাতে করে গরীব ও অসহায় বন্দিগণ অনাদায়ে সাজা ভোগ না করে, তারা তাদের পরিবারের মাঝে দ্রুত ফিরে যেতে পারেন।পাশাপাশি, কারাগারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত থাকায় সন্তোষ প্রকাশ করেছি।
এই অসামান্য অবদানের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তার উত্তরোওর সাফল্য এবং চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন।