চট্টগ্রাম মহানগর বিএনপি নেতার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের ধানের শীষের প্রার্থী, মাটি ও মানুষের জননেতা আলহাজ্ব এরশাদ উল্লাহ’র দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুফি আবদুর সোবহান সওদাগর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, নগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম পেয়ারু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ খান, সহ-সভাপতি ও কোতোয়ালি থানা ওলামা দলের আহবায়ক মাওলানা মজিবুর রহমান, তরুণ বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদার, তরুণ বিএনপি নেতা মোঃ বেলাল উদ্দিন চৌধুরী, বেলাল হোসেন বেলাল, মোঃ হাবিবুর রহমান হাবিব, মুমিনুল হক আদনান।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ আলহাজ্ব এরশাদ উল্লাহ’র দ্রুত স্বাস্থ্যলাভ ও সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।