নবী চৌধুরী রোড মহল্লা কমিটির প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের আওতাধীন দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় নবী চৌধুরী রোডে অনুষ্ঠিত এ সভায় মহল্লার বিভিন্ন সমস্যা ও সমাধানমূলক দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম উল্লাহকে অনলাইন সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য গ্রুপ অ্যাডমিন হিসেবে মনোনীত করা হয়।

সভায় নতুন কমিটির নিজস্ব অফিস গ্রহণ, মহল্লাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, প্রধান নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার রাখা, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ ৩৭টি বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় কমিটির সভাপতি মিয়া ফেরদৌস, সাধারণ সম্পাদক নুর উল্ল্যাহসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, “মহল্লার উন্নয়ন, ঐক্য, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

মহল্লাকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ঐক্যবদ্ধ সমাজে রূপান্তরিত করা। আমার বাংলা টিভি | amarbangla.tv