কুতুবদিয়া, কক্সবাজার: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর অনুমোদনে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ইমাম আবু হানিফা একাডেমী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠিত হয়েছে। বোর্ডের ২০০৯ সালের প্রবিধানমালার আলোকে ৬৪ অনুচ্ছেদের অধীনে গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তরুণ শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং চট্টগ্রাম মহানগরের তরুণ রাজনীতিবিদ ও সংঘটক কামরুল হোছাইন কুতুবী।
বোর্ড কর্তৃক প্রেরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ৬ (ছয়) মাসের জন্য অনুমোদিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপার মওলানা মনিরউল্ল্যাহ (সদস্য সচিব), মুহাম্মদ আনোয়ার হোছাইন (অভিভাবক প্রতিনিধি) এবং আবদুল করিম (শিক্ষক প্রতিনিধি)।
নবনিযুক্ত সভাপতি কামরুল হোছাইন কুতুবী চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুতুবদিয়ার একজন সুপরিচিত তরুণ রাজনীতিবিদ এবং খেদমাহ কনজুমার প্রোডাক্টস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর। শিক্ষা, সমাজসেবা এবং তরুণদের ক্ষমতায়নে তাঁর দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। তিনি জানিয়েছেন, মাদ্রাসার শিক্ষা ও পরিচালনায় শৃঙ্খলা আনয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিই হবে তাঁর প্রধান লক্ষ্য।
কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। www.amarbangla.tv