১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির বিক্ষোভ।
আমার বাংলা টিভি ডেস্ক : সদ্য ঘোষিত নগর বিএনপির আওতাধীন ওয়ার্ড কমিটি ঘিরে উত্তাপ কমছে না। অব্যাহত আছে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল এবং কমিটিতে ‘ত্যাগী ও যোগ্যদের না রাখার’ প্রতিবাদ। আজ বুধবার বিকেলে চকবাজার থানার আওতাধীন ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কাজির দেউড়ি ২নং গলি থেকে শুরু করে ব্যাটারী গলি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজির দেউড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সাবেক প্রশিক্ষণ সম্পাদক শফিক আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাবেক নগর উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য রফিক সদ্দার, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন, মোঃ নজরুল চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক।
এ-সময় বক্তারা বলেন, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপি নতুন কমিটি গঠন করা হয়। ঘোষিত এই কমিটি দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে। বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন–সংগ্রাম যারা রাজপথে ভূমিকা রেখেছেন, হামলা–মামলার শিকার হয়েছেন, কারাভোগ করেছেন, তাদের ওয়ার্ড কমিটিতে মূল্যায়ন করা হয়নি। ত্যাগী ও যোগ্য নেতৃত্বের পরিবর্তে নিষ্ক্রিয় ও অসাংগঠনিক লোকেরা কমিটিতে স্থান পেয়েছে। দলের দুঃসময়ে যাদের কোনো ভূমিকা ছিল না। দলের নেতাকর্মীরা তাদের চেনেওনা। ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মতামতকে অগ্রাহ্য করে ব্যক্তি বিশেষের খেয়ালখুশি মতো ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আমরা অবিলম্বে এইসব ওয়ার্ড কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানাই।
চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ নজরুল বলেন, সদ্য ঘোষিত আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব দুজনেই আওয়ামী লীগের দোসরের সাথে সুসম্পর্ক ব্যবসা-বাণিজ্য তাদের সাথে আছে ২০২৪ ৫ই আগস্ট এর আগে তাদের নামে কোন রাজনৈতিক মামলা মোকদ্দমা নাই। বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সদ্য ঘোষিত সদস্য সচিব বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক কমিশনার গিয়াস উদ্দিনের ব্যবসায়িক পার্টনার।
সভাপতি শাহ আলম বলেন, তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা এইসব পকেট কমিটি প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে ভোটের মাঠ ও রাজপথ অনুকূলে রাখতে গ্রহণযোগ্য নেতৃত্বই তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাশা করে। বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে পরীক্ষিত, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে ওয়ার্ড কমিটি পুনর্গঠনের জন্য আমরা দলের হাইকমান্ডের প্রতি আহবান জানাচ্ছি।
এসম আরো বক্তব্য রাখেন, বশর, নাসির, জামাল, শাহজাহান, শাহাবুদ্দিন, জাহাঙ্গীর, জাবেদ, জাহাঙ্গীর বাদশা, সাজ্জাদ, শাজাহান চৌধুরী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। www.amarbangla.tv