আমার বাংলা টিভি ডেস্ক: আল-কিবলাহ হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক নেজাম উদ্দিন এর তত্ত্বাবধানে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনি আগত হজযাত্রীদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন।
তিনি বলেন, আল্লাহর মেহমানদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আপনাদের হজযাত্রা যেন সহজ ও নির্ভুল হয়, সেজন্যই আমাদের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আল-কিবলাহ হজ্ব কাফেলা ট্রাভেল এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনায় চট্টগ্রামে পাঁচলাইশস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সভাপতিত্বে করেন আফজলনগর মাদ্রাসার পরিচালক মাওলানা মহিউদ্দিন হেলালি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আল-কিবলাহ হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক নেজাম উদ্দিন, সোলাইমান, হাফেজ মাওলানা মুজিবুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, মাওলানা হাফেজ ফয়েজ, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সিকদার, ড. মুহাম্মদ মঈনউদ্দীন আযহারী, মুফতি আব্দুল মতিন, মাওঃ হাসান ড. শোয়েব মক্কী, শায়খ আলী হাসান তৈয়ব, আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ্ব মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া, আল-কিবলাহ্ হজ্ব কাফেলার পরিচালক মোহাম্মদ মুজিবুল ইসলাম, মাহমুদুর রহমান, সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পেশায় নিয়োজিত ডাক্তার, ইঞ্জিনিয়ার ও দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসায়ীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ তথা হাজী সাহেবানগণ উপস্থিত ছিলেন এবং দুপুরের আপ্যায়নের মধ্য দিয়ে কর্মশালাটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
পরে হাজ্বীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। www.amarbangla.tv শেয়ার