উত্তর কাট্টলীতে মমতা’র আরবান প্রকল্পের স্বাস্থ্য কার্ড বিতরণ

 

আমার বাংলা টিভি ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতা’র পরিচালনাধীন আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের উদ্যোগে বুধবার ২৮ সেপ্টেম্বর, নগরীর ১০ নং উত্তর কাট্টলী কাউন্সিলরের কার্যালয়ে দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে পারিবারিক স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে মমতা’র উপ-প্রধান নির্বাহী মো.ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চসিক ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক এর কাট্টলী জোনাল মেডিকেল অফিসার ডা. সুমন তালুকদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতা’র প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুবুল করিম।

এছাড়াও দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কার্ড এর উপযোগিতা নিয়ে বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের নগর স্বাস্থ্য কেন্দ্র -২ এর ক্লিনিক ম্যানেজার ডা. ফাতেমা তোজ জোহরা, মমতা’র সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ প্রমুখ। দরিদ্র ও অতিদরিদ্র হিসেবে পারিবারিক স্বাস্থ্য কার্ডধারী সদস্যরা সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, নিরাপদ প্রসব বা ডেলিভারী সুবিধা এবং জন্মনিয়ন্ত্রকারী পিল, কনডম, প্রসবোত্তর সেবা সহ এ সংশ্লিষ্ট অন্যান্য স্বাস্থ্য সেবার সুবিধা সমুহ পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে চসিক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, স্বাস্থ্য খাতে মমতা চট্টগ্রামে অতি পরিচিত ও স্বনামধণ্য একটি সংস্থা। প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে পারিবারিক স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রমটি অত্যন্ত ফলপ্রসু ও সময়োপযোগী পদক্ষেপ, এর ফলে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর লোকেরা বিশেষ স্বাস্থ্য সেবা লাভ করতে পারবেন। www.amarbangla.tv