মমতার আয়োজনে ৩দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা

 

আমার বাংলা টিভি ডেস্কঃ বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনিয়রশিপ এন্ড উইম্যান ওয়ার্কারু লাইফ স্কীল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে ২৯,৩০ সেপ্টেম্বর ও ১লা অক্টোবর ৩দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উক্ত প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষনপ্রাপ্ত নারী উদ্যোক্তারা নিজেদের তৈরীকৃত পন্যসমুহ প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

মেলায় প্রবেশাধিকার সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মেলায় পোশাক, ডিজাইন ও ফ্যাশন ওয়্যার, হ্যান্ডিক্রাফ্টস, মেহেদী স্টল, গৃহস্থলী পণ্য, স্বদেশী পণ্য, ড্রাই ফুডসহ অন্যান্য সামগ্রী বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মেলার স্থান: মমতা অডিটোরিয়াম, বাড়ি নং-৫, লেইন-১, বøক-এল, আড়ং গলি, হালিশহর, হাউজিং এস্টেট, চট্টগ্রাম।

প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ কুপনধারীদের জন্য যেকোন স্টল হতে ১ হাজার টাকার পণ্য কিনলেই ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে। মেলায় আয়োজক ও অংশগ্রহনকারী উদ্যোক্তারা নগরবাসীকে নারী উদ্যোক্তা মেলা পরিদর্শনের আমন্ত্রন জানিয়েছেন।