চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল

আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল করে সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আরিফ মেহেদী।

আজ বিকেল ৪ টায় নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে মিছিলটি নসিমন ভবন কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

উক্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক লায়ন আরিফ মেহেদী নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানানোর পাশাপাশি বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা লায়ন আরিফ মেহেদীর নেতৃত্বে এসময় চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা ও ওয়ার্ড সেচ্ছাসেবক দলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।