ডা. রেজাউল করিম চৌধুরী
আমার বাংলা টিভি ডেস্কঃ মমতা স্বাস্থ্য কেন্দ্র- ৪ এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম চৌধুরী পরলোক গমন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সুদীর্ঘ সময় মমতার স্বাস্থ্য কর্মসূচিতে চিকিৎসক হিসেবে সুনামের সাথে সেবা প্রদান করে আসছেন।
তাঁর বর্নিল কর্মজীবন ও স্বাস্থ্য সেবায় তার কৃতিত্ত¡পূর্ণ অবদানের বিষয় অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছে মমতা। তাঁর পরলোক গমনে স্বেচ্ছাসেবী সংস্থা মমতা’র সকল স্তরের কর্মকর্তা-কর্মীবৃন্দ তথা মমতা পরিবারের পক্ষ হতে গভীর শোক জ্ঞাপন, তাঁর বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
মরহুমের প্রথম জানাযা নগরীর কাজির দেউরিস্থ নিজ বাসভবনে ও দ্বিতীয় জানাযা তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।
Post Views: 83