গণতন্ত্রের মা খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রেখে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় আওয়ামী লীগ জসিম সিকদার 

 

আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশ সরকারে তিন তিন বারের সাবেক প্রধান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, চট্টগ্রাম সংসদীয় ৬ আসন, চট্টগ্রাম রাউজান ধানের শীষের মনোনীত প্রার্থী জসিম উদ্দিন সিকদার। রাউজান সংসদীয় এলাকায় অসহায় দিনমজুর এবং দলীয় কর্মীদের মাঝে, ঈদ উপহার বিতরণ করেন।

এই সময় তিনি বলেন, বিএনপিকে সংগঠিত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, প্রতিটি ইউনিয়ন পৌরসভায় জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেকোনো নির্দেশ মেনে নেওয়ার জন্য আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির আহবায়ক আবু মোহাম্মদ, যুগ্ন-আহবায়ক একরাম উদ্দিন, প্রবাসী ও কাতার বিএনপির সাবেক ছাত্রনেতা এরশাদ শিকদার, পৌরসভা বিএনপির সদস্য শহীদ, যুবদল নেতা মোঃ হান্নান, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন।

এসময় জসিম উদ্দিন সিকদার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট যেটা কিছুদিন আগে বেরিয়েছে, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক মামলা ও সাজা দেওয়াটাও রাজনৈতিক প্রতিহিংসার জন্য দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সরকার ক্ষমতায় আসার পর থেকেই যারা এদেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেন তাদের বিরুদ্ধে এ ধরনের দমনমূলক ব্যবস্থা নিচ্ছে তারা। বিশেষ করে বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মাতা তাকে অন্যায়ভাবে আটক করে রেখে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।

তিনি আরো বলেন, আমরা পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি-এ হচ্ছে আজকে আমাদের প্রার্থনা।