আমার বাংলা টিভি স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর চলতি মৌসুম শুরু হয়েছে গত ২১ জানুয়ারী থেকে। ঢাকা পর্বে ৮ টি ম্যাচ শেষ করে আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারী) থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ টি। ২৮ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিপিএলের চট্টগ্রাম পর্বের ম্যাচ গুলোতে অংশগ্রহণ করতে ইতিমধ্যে বন্দর নগরীতে অবস্থান করছে দল গুলো। সবার প্রথমে ঘরের মাটিতে এসে পৌঁচেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২৬ জানুয়ারী ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনও করেছে দলটি। এছাড়া ২৬ জানুয়ারী চট্টগ্রাম এসে পৌঁছেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস,খুলনা টাইগার্স সহ অন্যান্য দল গুলো।
এখন পর্যন্ত বিপিএল পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। পরপর দুই ম্যাচ জিতে শীর্ষে অবস্থান করছে দলটি। এছাড়া ৩ টি ম্যাচে ২ টি জয় লাভ করে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যথাক্রমে পয়েন্ট টেবিলের তিন এবং চার নম্বরে অবস্থান করছে সিলেট টাইগার্স এবং খুলনা টাইটানস।
বিপিএলের চট্টগ্রাম পর্বকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে স্টেডিয়াম। ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলা দেখতে প্রস্তুত ঘরের ছেলেরা।