আমার বাংলা টিভি ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী আইনজীবী পরিষদ নুয়েসলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নুয়েসলার সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফুর জামান আরিফের সঞ্চালনায় মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচ এম জিয়াউদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট আবদুর রশিদ।
সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট তৌহিদুল মুনীর চৌধুরী, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, অ্যাডভোকেট মাইনুল আলম টিপু, এডভোকেট অলি আহমদ, এডভোকেট খাইরুদ্দিন মাহমুদ হিরু, এডভোকেট অহিদ উল্লাহ, এডভোকেট মশকুরা বেগম মেরি, অ্যাডভোকেট বরকতউল্লাহ, এডভোকেট সেলিম আনসার রানাসহ বক্তারা।
সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট আজিম উদ্দিন লাভলু, এডভোকেট আশরাফি বিনতে মোতালেব, এডভোকেট নাসরিন আক্তার চৌধুরী, এডভোকেট ফৌজিয়া আফরোজসহ নুয়েসলা কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
নুয়েসলার বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বার্ষিক হিসাব বিবরণী প্রকাশ করার পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের বার্ষিক প্রকাশনা নুয়েসলা-২০২২ এর মোড়ক উম্মোচন করা হয়।
সভায় বক্তারা বলেন, আইনজীবীদের স্বার্থরক্ষায় নুয়েসলা সবসময় পাশে ছিল । আইনজীবীরাও তাদের পাশে আছে। আইনজীবীদের যে কোন প্রয়োজনে নুয়েসলা আগের মতোই ঐক্যবদ্ধ ভুমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। শেয়ার www.amarbangla.tv