আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা শাখা কর্তৃক স্থানীয় শিলছড়িস্থ অস্থায়ী কার্যলয়ের আজ বুধবার সাড়ে ১০ টা সময় বাংলাদেশ জাতীয়বাদীদল (বিএনপি)র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠিত হয়েছে। সেসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উক্ত আলোচনা সভায় ইয়াছিন মামুন সঞ্চালনা, কাপ্তাই উপজেলা বিএনপির সহ- সভাপতি আবুল হাসেম মেম্বার সভাপতিত্বে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর পালন করা হয়। সেসময় কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন বলেন- সারাদেশে১ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
ঐতিহাসিক প্রয়োজনে জাতির এক যুগ সন্ধিক্ষণে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কাপ্তাই উপজেলা বিএনপি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। সম্মান জানাই দলের একনিষ্ঠ নেতা-কর্মী ও সমর্থকদের, যারা গুম-খুন ও পঙ্গুত্বের ভয়কে জয় করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নৈতিক লড়াই অব্যাহত রেখেছেন।৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা বিএনপি’র সকল প্রয়াত-নিহত নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করছি এবং নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীর প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করছি
তিনি আরোও বলেন এই যুগসন্ধিক্ষণের দিন উপলক্ষে কাপ্তাই উপজেলা বাসীকে শুভেচ্ছা জানাই বলে মন্তব্য করেন।
সেসময় আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মার্মা, কাপ্তাই উপজেলা মহিলা দলের সভানেত্রী পারুল বেগম, কাপ্তাই উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইব্রাহিম শহিদ মানিক, কাপ্তাই উপজেলা যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু, কাপ্তাই উপজেলা বিএনপির সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য নুরুল আলম। রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকদলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাপ্তাই উপজেলা কৃষক দল নেতা মোঃ মাসুদ,