আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা (কাপ্তাই) রাঙ্গামাটিঃ কাপ্তাই উপজেলায় আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কাপ্তাইয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং কেক কেটে উদযাপন করা হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন বাংলা কক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়।
২৩ জুন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. মফিজুল হক, বিশেষ অতিথি ছিলেন শ্রমবিষয়ক সম্পাদক মো. হানিফ বাবুল, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক অমল দে. সুজয় তনচংগ্যা ধনা. বির্দশন বড়ুয়া, যুব লীগ সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ.ছাত্র লীগ সভাপতি নুর উদ্দিন সুমন.সাধারণ সম্পাদক এ আর লিমনসহ আওয়ামী লীগ. অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন স্বাধীন বাংলাদেশের নির্মাণ আওয়ামী লীগের নেতৃত্বেই. আওয়ামী লীগের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা হিমালয়সম সফলতা.সংগ্রাম অর্জন গৌরবের ৭২ বছরে আওয়ামী লীগ আছে জনগনের পাশে।