একুশে পদক প্রাপ্ত কামাল লোহানীর প্রথম প্রয়াণ বার্ষিকীতে একুশে পরিষদ নওগাঁ’র শ্রদ্ধাঞ্জলি

 

আমার বাংলা টিভি ডেস্ক /মনিরুজ্জামান মুন্না, নওগাঁঃ সাংবাদিক, শব্দসৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সংগ্রামী কামাল লোহানী প্রথম প্রয়াণ বার্ষিকীতে একুশে পরিষদ নওগাঁ আয়োজনে প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

২০ (জুন) রবিবার সন্ধ্যা ৭ টায়, অস্থায়ী কার্যালয়ে অ্যাডভোকেট ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভার বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁ’র উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ-সভাপতি রফিকুদ্দৌলা রাব্বি, রফিকুল ইসলাম, প্রতাপ চন্দ্র সরকার, সহ-সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান, সদস্য আবু মুসা আল হোসাইন তারিখ, সুষমা সাথী প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা এই মহান ব্যক্তির যাপিত জীবনের কিছু অংশ তুলে ধরেন এবং তার আদর্শিক জীবন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার আহবান জানান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম রাসেল। আলোচনা সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।