আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): রাঙ্গামাটি কাপ্তাইয়ে ‘মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কাপ্তাই থানা এবং চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরন করা হয়েছে।
গত রোববার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরন কর্মসূচী উদ্ধোধন করা হয়। এসময় উপজেলায় ৫টি ইউনিয়নের বিট পুলিশের অধীনে হাট-বাজার, শপিংমল, বাস টার্মিনালে ইজিবাইক চালক, মোটর সাইকেল চালক ও আরোহী, স্থানীয় লোকজনের মাঝে মাস্ক বিতরন করা হয়।
এসময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, করোভাইরাসে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য জনগণের মাঝে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হচ্ছে। এছাড়াও ঘরের বাহিরে বের হলেই অবশ্যই মাস্ক ব্যবহারের জন্য নির্দেশ করা হচ্ছে।
চন্দ্রঘোনা থানার ইনচার্জ(ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য বিধি মেনে কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা এলাকা প্রত্যোকটা স্থানে সচেতন থাকার এবং মাস্ক বিতরণ করা হয়।আমরা সবাই একটু সচেতন হলে করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবো বলে মন্তব্য করেন।