কাপ্তাইয়ে বর্নাঢ্য আয়োজনে চন্দ্রঘোনা মিশনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): কাপ্তাই উপজেলাতে করোনা কালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ‍্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় চন্দ্র ঘোনা মিশন হাসপাতালের উদ‍্যোগে দিবসটি পালন উপলক্ষে মিশন হাসপাতাল এলাকায় র‍্যালী প্রদর্শন শেষে এক আলোচনা সভা হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।রিজয় বমের সঞ্চালনায় মিশন হাসপাতাল পরিচালক প্রবির খিয়াং সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ আসনের সাংসদ সদস্য দীপংকর তালুকদার-এমপি।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন নারীরা তাদের মেধাও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে থেমে নেই আরোও বলেন এদেশের নারী পুরুষের যৌথ প্রচেষ্টার বিনির্মান হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্ট ভাবে দৃশ্যমান ব্যাবসা বানিজ্য, রাজনীতি,সশস্ত্রবাহিনীর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারী সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তিনি এসব মন্তব্য করেন ।

বিশেষ অতিথি ছিলেন,রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী. দীপ্তিময় তালুকদার. কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক. কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান.অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব। এ সময় সরকারী-বেসরকারী গণমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তা,গণ্যমান‍্য-ব‍্যক্তিবর্গ,মানব সেবক- সেবিকা ও অসংখ‍্য নারী ও পুরুষ উপস্হিত ছিলেন।