বাকলিয়ায় ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে ৩ যাত্রী নিহত

আমার বাংলা টিভি ডেস্কঃচট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন।

আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী বলে জানা গেছে।

বাকলিয়া থানার ওসি (তদন্ত) মো. মঈনুদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে আহত নিহতদের পরিচয় জানা যায়নি।