রাঙ্গামাটিতে মোটর বাইক ও চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

 

রিপন মারমা কাপ্তাই ( রাঙ্গামাটি): রাঙ্গাামাটিতে মোটরসাইকেল ও চাঁদের গাড়ির সংঘর্ষে উচিমং মারমা (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত উচিমং মারমা কাপ্তাই কেপিএম তালুকদার পাড়ার সুইজাইউ মারমার ছেলে। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। জানা যায় উচিমং মারমা জুম ফাউন্ডেশন রাঙামাটি শাখার মনিটরিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে মানিক ছড়ি ফুরমোন লিং পয়েন্টের রূপচত্ত্বর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শিরা বলেন, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় রাঙামাটিমুখী মোটরসাইকেলের সঙ্গে ঘাগড়ামুখী চাঁদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ‘ফুরমোন লিং পয়েন্টে মোটরসাইকেল ও চাঁদের গাড়ির সংঘর্ষে উচিমং মারমা নিহত হয়েছেন। চাঁদের গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘এই ঘটনায় মৃত ব্যাক্তির পরিবারের কেউ এখনও অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।