ঢাকা চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ত্রিুকেট ম্যাচ অনুষ্ঠিত

 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামে চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে আর টেস্ট সিরিজ । তারই লক্ষে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছে এক ঝাঁক স্পোর্টস সেকশনের টিভি, আর জাতীয় পত্রিকার সাংবাদিক।

সাংবাদিকদের সৌজন্যতার পাশাপাশি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টে, কলম আর ক্যামেরা ঝড় উঠার আগে ঢাকা চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ত্রিুকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার জহুর আহমেদ স্টেডিয়ামের পাশে মহিলা কমপ্লেক্স মাঠে, চট্টগ্রাম স্পোর্টস সাংবাদিক একাদশ সঙ্গে ঢাকা স্পোর্টস সাংবাদিক একাদশের ম্যাচটি ছিলো বন্ধুতা এক অনন্য নিদর্শন। উক্ত প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচটি চট্টগ্রাম স্পোর্টস সাংবাদিক একাদশ ৫ উইকেট জয়লাভ করে।

সকালে জহুর আহমেদ স্টেডিয়ামে পাশে মহিলা কমপ্লেক্স মাঠে প্রীতি ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম স্পোর্টস সাংবাদিক একাদশ। নির্ধারিত ১৬ ওভারে তিন উইকেট ১৫৬ রান সংগ্রহ করে ঢাকা স্পোর্টস সাংবাদিক একাদশ। জবাবে চট্টগ্রাম স্পোর্টস সাংবাদিক একাদশ ব্যাটিংয়ে নেমে ৩ বল বাকি থাকতে ১৫৭ রান তুলে জয়লাভ করে।

চট্টগ্রাম স্পোর্টস সাংবাদিক একাদশ পক্ষে ইন্ডিপেনন্ডেট টিভির তারা চরণ দাশ ৫৩ রান, বাংলাভিশনের সাইফুল ইসলাম ৪১ রান করে।