আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি) : রাঙ্গামাটি কাপ্তাইয়ে ০৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারী ) তাকে গ্রেফতার করে রাঙ্গামাটি কারাগারে পাঠানো হয়।
কাপ্তাই থানার ইনচার্জ নাসির উদ্দিন জানান, মোহাম্মদ শাহাদাত হোসেন এর ছেলে সোহেল (২৬), ০৩টি সি আর বন মামলার ও ০১টি জি আর মামলার সহ ০৭ বছরের সাজাপ্রাপ্ত সর্বমোট ১৫ টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামি কে গ্রেফতার করা হয়।
শনিবার(৩০ জানুয়ারী) রাত সাড়ে ০৮ টায় ঢাকা গামী শ্যামলী গাড়ী করে পালানো সময় গোপন সংবাদের ভিক্তিতে কাপ্তাই থানার ইনচার্জ নাসির উদ্দিন এর নেতৃত্বের কাপ্তাই থানার পুলিশ (তদন্ত) মোহাম্মদ আতিকুল ইসলাম,সঙ্গীয় ফোর্সসহ তল্লাশী করে আসামি মোহাম্মদ সোহেল(২৬),গ্রেফতার করা হয়। পরে রাঙ্গামাটি কারাগারে পাঠানো হয়েছে।
Post Views: 75