নৌকার প্রচারণায় মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
আমার বাংলা টিভি ডেস্কঃ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও নৌকার প্রচারণায় সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্র সংগঠন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি ‘মহসিন কলেজ ৭১’ এর নেতৃত্বে এক বৃহৎ মিছিল কলেজ গেইট থেকে শুরু করে চকবাজার, কাতালগঞ্জ প্রদক্ষিণ করে গণি বেকারি হতে কলেজের জিরো পয়েন্টে এসে সমাপ্তি হয় ।
এ বিষয়ে মহসিন কলেজ ছাত্রলীগ কর্মী খুরশিদ বিন সুহাদ বলেন – ‘চট্টলবাসীর প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়নে এবং চট্টগ্রামের প্রভূত উন্নয়ন সাধনে নৌকার কোন বিকল্প নেই । দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ২৭ তারিখ সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান ।’
তিনি আরো বলেন – ‘জনগণের মনে ও প্রাণে নৌকার যে অবস্থান রয়েছে তাতে আমরা আশাবাদী যে নৌকার বিজয় কেবল সময়ের অপেক্ষা মাত্র ।’ ঐ সময় সকলের স্লোগানে স্লোগানে ধ্বনিত ছিল – জনগণের দাবি আদায়ের মার্কা নৌকা মার্কা, গণতন্ত্রের মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা ।
সে সময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ কর্মী মোহাম্মদ মাইনুল হোসেন, ওয়াহীদ ইমরান, আবদুল্লাহ আহাদ, তৌসিফ আনোয়ার, তানজিমুল ইসলাম রবি, ইশমাম আহমেদ, জুনায়েদ বাবু (ডন), রাকিব মুক্তাদির, রোকন উদ্দীন, সাখাওয়াত হোসেন রাব্বি, নাজমুল হাসান বাপ্পু, এনাম হোসেন, নুর কায়েস, এহসানুল কবির, শাহদাত হোসেন পলাশ, তন্ময় আচার্য, শুভ দে, জয় ঘোস, সাদ্দাম হোসেন, আরিফুর ইসলাম, মোহাম্মদ আদেল, আকিফুল ইসলাম, সাকিব, জুবায়ের আয়ুব তাসফি, আবদুল্লাহ বিন সিনান, প্রিন্স চৌধুরী, সোহান চৌধুরী সহ আরো অসংখ্য ছাত্রলীগ কর্মী ।