নওগাঁয় পৌষ উৎসব-১৪২৭ পালিত

নওগাঁয় পৌষ উৎসব-১৪২৭ পালিত। 

আমার বাংলা টিভি ডেস্ক/ মনিরুজ্জামান মুন্না, নওগাঁঃ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নওগাঁ জেলা শাখা আয়োজিত “পৌষ উৎসব-১৪২৭ পরিষদের কার্যালয়ে পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সহিদ হোসেন টিটু , মোসাদ্দেক হোসেন, রিনা মোসাদ্দেক, প্রতাপ সরকার, খাদেমুল ইসলাম, শিবলী, মৌসুমি, রুমা, রত্না, লাভলু, সম্পা ভট্টাচার্য, সেতু, পপি, পল্লব, শাকিব, হাবিবুর ও সরদার মোসাদ্দেক। তবলায় প্রানোতোষ সাহা ও জনি।

অনুষ্ঠান সঞ্চালনে রিনা পারভীন পপি।