নওগাঁয় স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরি এর বর্ষপূরণ দিবস পালন।
আমার বাংলা টিভি ডেস্ক/ মনিরুজ্জামান মুন্না, নওগাঁঃ নওগাঁয় সপ্ন সারথি পাবলিক লাইব্রেরি এর পঞ্চমবর্ষ পূরণ উদযাপন উপলক্ষে বিশেষ আয়োজন,আলোচনা সভা, সঙ্গীতানুষ্টান এর আয়োজন ও নৈশভোজ করে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জন্মদিন একই সাথে পালন করা হয়।
উক্ত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডঃ এ, কে, এম ফজলে মাহমুদ চাঁদ। সঞ্চালনায় করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মো আরাফাত হোসনে হিমেল। এই সময় অনুষ্ঠানে উদ্বোধক উপস্থিত ছিলেন উপদেষ্টা মানোবতাবাদী চন্দন কুমার দেব।
প্রধান অতিথি হিসাবে ছিলেন এস, এম, আশিফ।আরো উপস্থিত এস এম শহিদুল ইসলাম সাথী, উপদেষ্টা হাসমত আলী, উপদেষ্টা এস এম আজাদ হোসেন মুরাদ, উপদেষ্টা আব্দুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি ইয়া কাহারুল ইসলাম নয়ন, সহ সভাপতি নাজমুল হক সহ সভাপতি সুলতান মাহমুদ, সহ সভাপতি আতাউল রহমান আতা,যুগ্ম সাধারণ সম্পাদক লিজা সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর হাসান মেহেদি, শাকিল আহমেদ শিহাব, ইয়া কাহারুল ইসলাম নয়ন, রাজ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক, সুবল চন্দ্র,তারেক, রনি, সজল, মোবাশিরা, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, প্রচার সম্পাদক আরিফ হোসেন,বিতর্ক সম্পাদক তাইয়্যেব তানজীম, গ্রন্থাগার সম্পাদক তুলি দাস, সাদিয়া, ইলমা ,অর্থ,সালাম,মোসলেস,দুলার সহ নওগাঁ শহরের গন্যমান্য ও সাধারণ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।