কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

পথে ঘাটে হাট বাজারে জনসাধারণের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্যভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান।

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারম কাপ্তাই (রাঙ্গামাটি) : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগের পথে ঘাটে হাট বাজারে জনসাধারণের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিধি মেনে চলা, মাস্ক পরিধান নিশ্চিত করনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অভ্যাহত রেখেছে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান।

মঙ্গলবার (১ডিসেম্বর) কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় অভযান পরিচালনা করে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করন সহ ১৬’শ টাকা জরিমানা আদায় করেন।

বিষয়টি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে নিশ্চিত হওয়া গেছে। দেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আর এই ঢেউয়ে যুক্ত হলো কাপ্তাই উপজেলা নতুন করে এ উপজেলায় ১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে কাপ্তাইয়ে দুই জন সুস্থ হয়েছে। মঙ্গলবার(১ডিসেম্বর) রাঙামাটির পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফল ছিলো।

মঙ্গলবার রাঙামাটি সদর হাসপাতালের পিসিআর ল্যাবে গত কয়েক দিনে প্রায় ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরের ৭ জন এবং কাপ্তাইয়ের ১৪জন রয়েছে এবং কাপ্তাই থেকে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন দুই জন। রাঙামাটি জেলা সিভিল সার্জনের দপ্তর ও কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার( আরএমও)ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাঙামাটিতে মার্চ মাস থেকে এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৫০১০ জনের, এরমধ্যে ১০৫২ জনের পজেটিভ এসেছে। সুস্থ হয়েছেন ৯৩৫ জন। গেল ১৬ থেকে ১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কাপ্তাই- রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫ জন।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাপ্তাই উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।