করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫২৫, সুস্থ ২৫৩৯ প্রতীকী ছবি
আমার বাংলা টিভি ডেস্ক : সোমবার (৩০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোভিডের ২৬৮ দিনে ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩৭২ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৭২ হাজার ৭০১ জন। মোট শনাক্ত ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন। মোট মারা গেছেন ৬৬৪৪ জন।
মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন। ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ও ১১ জন নারী। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।