কাপ্তাই চন্দ্রঘোনায় মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি অধীর রঞ্জন মল্লিক ও সাধারণ সম্পাদক উজ্জল মল্লিক। 

আমার বাংলা টিভি ডেস্কঃ/ রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি) : রাঙ্গামাটি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন আঃ লীগ মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে চন্দ্রঘোনা ইউপি মিলনায়তনে এ উপলক্ষ্যে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে প্রথম অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অধীর রঞ্জন মল্লিককে সভাপতি ও উজ্জল মল্লিককে সাধারণ সম্পাদক করে ৩৫ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে মোঃ মোস্তাক আহম্মেদের সভাপতিত্বের সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী ।

সেসময় অংসুইছাইন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা জননৈত্রী শেখ হাসিনা নেতৃত্বের দেশ এগিয়ে যাচ্ছে আর দারিদ্র হার অনেক খানিক কমেছে ।

তিনি আরোও বলেন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সৌন্দর্যের পরিপূর্ণ কাপ্তাই লেক দেশের অভ্যান্তরী জলাশয়ের মধ্যে সর্ববৃহৎ আমাদের কাপ্তাই।

কাপ্তাই মৎস জীবিদের আরো উদ্দেশ্য করে বলেন।
আমরা যারা আঃলীগ রাজনৈতিক করি সবাই এক হয়ে নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে। আর মহামারী করোনা পরিস্থিতি দিন দিন বেড়ে চলেছে অযথা কাজ না থাকলে যেখানে- সেখানে না যাওয়া ভাল
আর সবসময় মাক্স পরতে হবে। প্রশাসন সে বিষয়ে খুব নজর ধারি রেখেছে।

নো, মাস্ক নো, সার্ভিস । প্রশাসন জনগণকে মাস্ক পড়াতে মাটে নেমেছে আর কেউ যদি মাস্ক না থাকার অবস্থা বাড়ি বাইরে বের হয় কোন রকম পুলিশে কাছে আটক হলে যদি আমাকে কেউ ফোন করে সে বিষয়ে আমি প্রশাসনের কাছে মিনতি করতে পারবো না বলে মন্তব্য করেন কারণ আপনাকে বুঝতে হবে প্রশাসন যে কাজটা করছে আপনার ভাল জন্য করছে আপনার পরিবার জন্য করছে ।

ছাত্রনেতা মোঃ মাকসুদুর রহমান মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, কাপ্তাই উপজেলা আঃ লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাকসুদুর রহমান বাবুল, উপজেলা মৎস্যজীবী লীগের সাঃ সম্পাদক সুভাস দাশ, উপজেলা কৃষকলীগের সাঃ সম্পাদক সুধীর তালুকদার, চন্দ্রঘোনা ইউপি আঃ লীগ সভাপতি মোঃ ইলিয়াছ গণমাধ্যম কর্মী সহ আরও অনেকে । www.amarbangla.tv