সভাপতি মোঃ নুরুল ইসলাম ও সম্পাদক মোঃ রাশেদ।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি) : কাপ্তাইয়ে বেশিরভাগ পদেই ত্রি- মূখী লড়াইয়ে মধ্য দিয়ে উৎসব আনন্দে অনুষ্ঠিত হয়েছে ট্রাক ও শ্রমিক বহুমূখী সমবায় ত্রি- বার্ষিক সমিতির নির্বাচন ২০২০।
বুধবার(২৫ নভেম্বর) শতাধিক চালক ও দিনভর হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারি ভাবে চেয়ার মার্কায় প্রতিদ্বন্দিতাকারী মোঃ নুরুল ইসলাম সভাপতি ও হরিণ মার্কায় প্রতিদ্বন্দিতাকারী মোঃ রাশেদ’ কে সাধারণ সম্পাদক বিজয়ী (নির্বাচিত) ঘোষনা করা হয় । ভোট গণনা শেষে বুধবার সাড়ে সাতটায় কাপ্তাই জিটিঘাট ট্রাক সমিটির অফিসে বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষনা করেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাদিরা বেগম ।
এসময় তিনি জানান, সভাপতি পদে চেয়ার প্রতিক নিয়ে মো নুরুল ইসলাম ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আইয়ুব আলী ৭৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মার্কায়( ) মোঃ নুর করিম ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ নুর নবী (নুরু) ৮৪ ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৫২ ভোট পেয়ে মোঃ রাশেদ হরিণ মার্কায় বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ এনায়েত আলী চৌধুরী ৬৪ ভোট পেয়েছেন। যুগ্ম-সম্পাদক মোঃ কামাল হোসেন ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ কামাল হোসেন(পলাশ) ৮৬ ভোট এবংআলহাজ্ব সৈয়দ মোঃ জসিম উদ্দিন তিনি পেয়েছেন ১৭টি ভোট। সদস্য পদেই নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক১৫৬ ভোট এবং মোঃ আব্দুস শুক্কুর ১৩৮ ভোট পেয়েছেন।সদস্য মোঃআব্দুল মতিন ১২৬ ভোট সদস্য মোঃ ইউনুছ আজাদ (খোকন) ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দি মোঃ ইব্রাহিম আলী পেয়েছেন ৮৫ ভোট ।
সরেজমিনে জানা যায়, পুলিশের কঠোর নিরাপত্তায় ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল চোখের পড়া মতো । সতঃস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকের ভোট প্রধান করতে পেরে খুশি ভোটাররা। অন্যদিকে সহযোগিতা মূলক পরিবেশে উৎসবমূখর আয়োজন ভোট সমাপ্ত করতে পারায় আয়োজকরাও উচ্ছাসিত।