নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পড়াতে মাঠে নেমেছে কাপ্তাইয়ের ইউ,এন,ও

নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পড়াতে মাঠে নেমেছে কাপ্তাইয়ের ইউ,এন,ও

আমার বাংলা টিভি ডেস্ক / রিপন মারমা (কাপ্তাই) : রাঙ্গামাটি করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় কঠোর হচ্ছে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসিরজাহান, নো মাস্ক নো সার্ভিস শ্লোগানকে সামনে রেখে সোমবার ২৩ নভেম্বর বিকাল থেকে সন্ধ্যা কাপ্তাই উপজেলা সদর চট্টগ্রাম -কাপ্তাই প্রধান সড়কে যাত্রী ও স্হানীয় জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধকরণ,অসহায়-হত-দরিদ্র পথ যাত্রীদের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করাসহ স্বাস্থ্য লংঘন কারীদের বিরুদ্ধে আইনানুগ অর্থ দন্ড করাসহ মাইকিংয়ের মাধ্যমে সতর্কি করন করা হয়।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সকলে অবগত থাকলেও দেশ থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব বিলুপ্ত না হওয়ার আগেই, মানুষ করোনার সতর্কতামূলক বাণী গুলো অবহেলা করে অবাধে রাস্তায় চলাচল করতে দেখা মিলছে প্রতিনিয়ত। বিভিন্ন এলাকার চিত্রের সাথে কোনো অংশে কম নয় কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকাতেও। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণকে মাস্ক পড়া বাধ্যতা মূলক ও মানুষকে করোনা কালে মাস্কের গুরুত্ব-প্রয়োজনীয়তা জানান দিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শহরের মূল সড়কের কয়েকটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান আরো বলেন, সরকারে পক্ষ থেকে আমাদের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে “নো মাস্ক নো সার্ভিস” এর। তাই আমাদের কাপ্তাইতেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ ব্যাংক, বাজার, দোকানে দায়িত্বরতরা একযোগে যদি জনগণের মাঝে করোনা সতর্কতা ফুটিয়ে তুলতে পারি যে আমরা মুখে মাস্ক পড়া ছাড়া কোনো ব্যক্তিকে সেবা বা সার্ভিস দিবোনা। তাহলে জনগণের মাস্ক পরিধান ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না।

দেশের এই দুর্যোগময় সময়ে আমরা সকলে এক হয়ে কাজ করলে আমরা কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত রাখাসহ দেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করতে সক্ষম হবো।