কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক, চকলেট, সচেতনামূলক লিফলেট ও নাগরিক ফরম বিতরণ করা হচ্ছে।
আমার বাংলা টিভি ডেস্কঃ সিএমপি কর্ণফুলী থানা পুলিশের উদ্যোগে মানুষের মাঝে মাস্ক, চকলেট, সচেতনামূলক লিফলেট ও নাগরিক ফরম বিতরণ করা হয়েছে। ২১ নভেম্বর (শনিবার) সকালে শাহমীরপুর জামতলা পুলিশফাঁড়ি বাজার এলাকায় পুলিশের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী জোনের সহকারি পুলিশ কমিশনার মো. ইয়াসির আরাফাত। এছাড়াও এসআই মোঃ নাসির উদ্দিন এএসআই সিরাজুল ইসলাম, কনস্টেবল সৌমিত্র মজুমদার, কনস্টেবল সুবল সরকার, কনস্টেবল বিধান উপস্থিত ছিলেন।।
কর্ণফুলী জোনের সহকারি পুলিশ কমিশনার ইয়াসির আরাফাত বলেন, ভালোবাসা ও খ্যাতি ধরে রাখতে সাধারণ মানুষের আরও কাছাকাছি যেতে ‘বিট পুলিশিংকে’ অন্যতম উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউ আবারো মহামারি আকার ধারণ করতে পারে, সেজন্য সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।’
প্রসঙ্গত, আজ কর্ণফুলী থানাধীন ৮৮ থেকে ৯৫ নং বিট যথাক্রমে-চরলক্ষ্যা, চরপাথরঘাটা, জুলধা ডাঙারচর, জুলধা পাইপের গোড়া, বড়উঠান, বৈরাগ, শিকলবাহা ও বাদামতলা বিটে একই যুগে এই কর্মসূচি পালনকালে সাধারণ মানুষকে মাস্ক পরিধানে আরো সচেতনতা বাড়ানোর প্রতি আহ্বান জানান পুলিশ প্রশাসন।