কাপ্তাইয়ে প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম লাভলু অসুস্থ

কাপ্তাইয়ে প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম লাভলু।

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা: কাপ্তাই
কাপ্তাই প্রেস ক্লাবের সহ-সভাপতি সিনিয়র প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম লাভলু গুরুতর অসুস্থ।বর্তমানে তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তিনি দীর্ঘদিন ধরে হার্টের বিভিন্ন জটিলতায় আক্রান্ত ভুগছেন গত বৃহস্পতিবার (১২ই নভেম্বর) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারে সদস‌্যগণ তাকে দ্রত ঢাকা হাসপাতালে নিয়ে যান।

ঢাকা ইউনাইটেড হাসপাতালে হ্নদ রোগ বিশেষজ্ঞ (সার্জারি) ডাঃজাহাঙ্গীর কবির জানান, নজরুল ইসলাম লাভলু ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরী ভিক্তিতে তাকে হার্ট সার্জারি করাতে হবে।

রবিবার(১৫ই নভেম্বর) তাকে ওপেন হার্ট সার্জারি জন‌্য প্রস্তুতি নিতে হবে বলে জানান। কাপ্তাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম লাভলু সবার কাছ থেকে দোয়া চেয়েছেন তাড়াতাড়ি যেন সুষ্ট হয়ে উঠে।

তিনি জানান, বেশি ভাগ সময়ের কোন প্রত‌্যাশা ছাড়াই মানুষের জন‌্য এবং মানুষের কল‌্যাণে জন‌্য লিখেছি আমার অসুস্থ‌্যতার খবর পেয়ে অনেক শুভাকাঙ্খি ফোন করে আরোগ‌্যলাভের জন‌্য দোয়া করেন এবং আমার সুস্থ‌্যতার জন‌্য দেশবাসীর কাছ থেকে দোয়া চাই।

বর্তমানে তিনি পত্রিকার কর্মরত হিসেবে আছেন, জাতীয় দৈনিক সমকাল, চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্ব দেশ ও পার্বত‌্য চট্টগ্রাম পত্রিকা।