রাঙ্গামাটি কাপ্তাইয়ে দেশীয় চৌলা মদসহ যুবক আটক

রাঙ্গামাটি কাপ্তাইয়ে দেশীয় চৌলা মদসহ পুলিশের হাতে আটক জোহর সর্দার।

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা (কাপ্তাই): রাঙ্গামাটি কাপ্তাইয়ে দেশীয় চৌলা মদ সহ যুবক ব‌্যাবসায়ীকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

শনিবার(১৪ নভেম্বর) রাত্রের তাকে আটক করা হয়।আটককৃত হলেন, আসামী জোহর সর্দার (৪১) পিতা অধিক সর্দার সেই রাঙ্গামাটি কাপ্তাইয়ের চন্দ্র ঘোনা মিশন খেয়াং এলাকার মৃত অধির সর্দারে ছেলে ।

কাপ্তাই থানা ইনচার্জ নাসির উদ্দিন আমার বাংলা টিভিকে বলেন, শনিবার(১৪ তারিখ) রাত্রের বিকাল ০৮লিটার দেশীয় চৌলামদ নিয়ে চট্রগ্রাম পাচার করা প্রস্তুতিকালে গোপন সংবাদ খবর পেয়ে আমরা অভিযান করি। জোহর সর্দার কে’মিশন খেয়াং পাড়া থেকে আটক করা হয় সেসময় তার কাছ থেকে ০৮ লিটার দেশীয় চৌলামদ হাতেনাতে পাওয়া যায়।আসামী বিরুদ্ধের মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করা হয়েছে রবিবার সকালে তাকে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা করা হবে।