নিখোঁজ মাদরাসার ছাত্র আব্দুল কাদের।
আমার বাংলা টিভি ডেস্কঃ নিখোঁজের ১০ দিন পার হলেও সন্ধান মেলেনি ১৫ বছর বয়সী মাদ্রাসার ছাত্র আব্দুল কাদেরের।
গত ৭ অক্টোবর দুপুরে কর্ণফুলী থানার শাহমিরপুর বাদামতলা এলাকা থেকে ছেলেটি হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও এখনও পর্যন্ত তার হদিস মেলেনি।
তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের নুর আহমদের পুত্র। হারিয়ে যাওয়ার আগে শাহমীরপুরের নুরুল উলুম তাজবীদুল কুরআন ও এতিমখানার হেফজ বিভাগে তিনি পড়ালেখা করতেন। তার হেফজ খানার ক্রমিক নং-৪৫।
তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা বর্ণের, মাথায় টুপি, পরনে ছিল নীল রঙের পান্জাবী। নিখোঁজ কাদেরের উচ্চতা ৪ ফুট এর কাছাকাছি।
এবিষয়ে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ৬৩৭ তারিখ ১৩/১০/২০২০ইং।
কোন ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। মোবাইল নং ০১৭৭৭-৫০০৭৭৪। amarbangla.tv শেয়ার করুন।